top of page
Search

১৮ ই মার্চ ২০১৯ - লোকসভা ভোটের দামামা বেজে উঠেছে - (1)

Writer's picture: Abirlal BoseAbirlal Bose

১৮ ই মার্চ ২০১৯ - লোকসভা ভোটের দামামা বেজে উঠেছে চারিদিকে, সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের মনোনয়নপত্র জমা করছেন আস্তে আস্তে। যদি ও কর্মসূত্রে কলকাতা তথা ইন্ডিয়া র থেকে অনেকটাই দূরে থাকা হয় তাও এই গণতন্ত্রের মহোৎসব থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে রাখাটা বেশ কষ্টসাধ্য। এর ই মাঝে খুব উৎসাহিত হয়ে উঠেছিলাম যখন Whatsapp এ একটা মেসেজ ঘুরতে দেখলাম - 'NRI রা এবার ২০১৯ র ভোট এ স্পেশাল রেজিস্ট্রেশন র মাধ্যমে অনলাইনে ভোট এ দিতে পারবেন। নাহ , ওটা নেহাত ই গুজব, ইলেকশন কমিশন টুইট করে কন্ফার্ম করে দিলেন সেই বিষয়ে।


কিছু করার নেই!! তাই বেশ হোয়াটস্যাপ র ফেসবুক এ বিভিন্ন রকমের পলিটিকাল ক্যাম্পেইন দেখে বেশ ভালো ই লাগছিলো। প্রাদেশিকতা র দোষে আমি দুষ্ট নোই তবে আমি সবসময়ই এটা বিশ্বাস করি যে 'Charity begins at home' , তাই পশ্চিমবঙ্গ র খবর গুলো র ওপর ই চোখ রাখছিলাম। দেখলাম প্রথমে আমাদের রাজ্যের শাসক দলের প্রার্থীদের। তরুণ প্রজন্ম র বেশ কিছু প্রার্থী দেখে যেমন ভালো লাগলো , ঠিক তেমন ই টলিউড র আধিপত্য দেখে মনে হচ্ছিলো রুপোলি পর্দা টা কি আজ সত্যি ই র রুপোলি আছে না আস্তে আস্তে নেমে আসছে আমাদের মাঝে নীল সাদা হয়ে।


যাই হোক, যেই কারণে আমি লিখছি সেটা হল হঠাৎ একটা কোনো একটা বিশস্ত অনলাইন সোর্স এ দেখলাম যে BJP নেতৃত্ব নাকি প্রার্থী ডিসাইড করে উঠতে পারছেন না। বলে বোঝতে পারবো না মনে মনে কতটা খুশি হলাম , বাঙালি হিসাবে গর্বে বুকটা বেশ ফুলে গেছিলো। এই তো - ভেবে নিলেন তো 'anti - national' ??, নাহ নাহ তা একদম ই নয় (যদি ও আপনারা ভক্ত রা ভাবতে ই পারেন)


আমার গর্ব হচ্ছিলো এটা ভেবে যে, আমার রাজ্যে গুটি কয়েক লোক ছাড়া র কাউকে পাওয়া যাচ্ছে না যাদের কে 'আচ্ছে দিন' র ভেলকি দিয়ে বোকা বানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ছেলে খেলা করানো যায়। যেখানে দূর্গা পুজো তে আরসালান র বিরিয়ানি (অবশ্যই non -veg) র ডিমান্ড সব থেকে বেশি থাকে সেখানে ধর্ম নিয়ে রাজনীতি খেলে খুব একটা লাভ হবে না বলে ই ধারণা ছিল, ধারণা টা সত্যি হওয়া তে বেশ ভালো লাগলো !!!


যদি ধৈর্য ধরে এতটা পরে থাকেন তাহলে আশা করি ইটা বুঝে গেছেন যে আমি কোন রাজনৈতিক দল র সমর্থক - হা , আমি বামপন্থী রাজনীতি তে বিশ্বাস করি। বেশ ভালো লাগলো :


কলকাতা র এখনকার মেয়র বললেন - 'কে তুমি নন্দিনী আগে তো দেখি নি.... বিজেপি ও বোধয় কোনো .....'


কলকাতা র প্রাক্তন মেয়র, বিশিষ্ট আইনজীবী বললেন - "...... ওর সঙ্গে আমার লড়াই শুধুমাত্র নীতির। এর বাইরে র কিছু নয়। "


তাই বলছি প্রশ্নটা এটা নয় যে সিপিআই(ম) খাতা খুলতে পারবে কিনা, প্রশ্নটা হলো আপনার এলাকার যোগ্য প্রার্থী কে ভোট দিয়ে তাকে প্রতিনিধিত্ব করাতে পারবেন লোকসভা তে?


অবশ্যই পারবেন, ভোট টা বুঝে দিয়ে আপনি আপনার কথা পৌঁছে দিতে পারবেন সর্বসমক্ষে।



22 views0 comments

Comments


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2019 by Abir's personal Blog. Proudly created with Wix.com

bottom of page